অশোকতরু বন্দ্যোপাধ্যায়

বল্, গোলাপ, মোরে

          বল্‌,   গোলাপ, মোরে বল্‌,
              তুই   ফুটিবি, সখী, কবে।
ফুল   ফুটেছে চারি পাশ,   চাঁদ   হাসিছে সুধাহাস,
বায়ু   ফেলিছে মৃদু শ্বাস,   পাখি   গাইছে মধুরবে--
              তুই ফুটিবি, সখী কবে॥
প্রাতে   পড়েছে, শিশিরকণা,   সাঁঝে   বহিছে দখিনা বায়,
              কাছে   ফুলবালা সারি সারি--
দূরে   পাতার আড়ালে সাঁঝের তারা   মুখানি দেখিতে চায়।
বায়ু   দূর হতে আসিয়াছে,   যত   ভ্রমর ফিরিছে কাছে,
          কচি কিশলয়গুলি   রয়েছে নয়ন তুলি--
              তারা   শুধাইছে মিলি সবে,
                   তুই ফুটিবি, সখী, কবে॥

রাগ : পিলু

তাল : খেমটা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1288

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1882

রচনাস্থান :

স্বরলিপিকার: 1882

অশোকতরু বন্দ্যোপাধ্যায় - অন্যান্য নিবেদন