প্রিয়ে তোমার ঢেঁকি হলে
প্রিয়ে, তোমার ঢেঁকি হলে যেতেম বেঁচে
রাঙা চরণতলে নেচে নেচে ।।
ঢিপ্ঢিপিয়ে যেতেম মারা, মাথা খুঁড়ে হতেম সারা—
কানের কাছে কচ্কচিয়ে মানটি তোমার নিতেম যেচে ।।
রাগ : রামপ্রসাদী
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : 1290
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1884
রচনাস্থান :
স্বরলিপিকার: 1884