বিক্রম সিং

এরা পরকে আপন

এরা          পরকে আপন করে, আপনারে পর--
     বাহিরে বাঁশির রবে ছেড়ে যায় ঘর॥
          ভালোবাসে সুখে দুখে   ব্যথা সহে হাসিমুখে,
              মরণেরে করে চিরজীবননির্ভর॥

রাগ : পিলু-বারোয়াঁ-টপ্পা

তাল : খেমটা বা মুক্তছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ) : 1296

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1889

রচনাস্থান :

স্বরলিপিকার: 1889

বিক্রম সিং - অন্যান্য নিবেদন