**সমবেত**

কোন্ খেপা শ্রাবণ

কোন্‌   খেপা শ্রাবণ ছুটে এল আশ্বিনেরই আঙিনায়।
              দুলিয়ে জটা ঘনঘটা পাগল হাওয়ার গান সে গায়॥
                   মাঠে মাঠে পুলক লাগে   ছায়ানটের নৃত্যরাগে,
              শরৎ-রবির সোনার আলো উদাস হয়ে মিলিয়ে যায়॥
     কী কথা সে বলতে এল ভরা ক্ষেতের কানে কানে
লুটিয়ে-পড়া কিসের কাঁদন উঠেছে আজ নবীন ধানে।
          মেঘে অধীর আকাশ কেন   ডানা-মেলা গরুড় যেন--
              পথ-ভোলা এক পথিক এসে পথের বেদন আনল ধরায়॥

রাগ : কেদারা

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : আশ্বিন, ১৩২২

রচনাকাল (খৃষ্টাব্দ) : অক্টোবর, ১৯১৫

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: অক্টোবর, ১৯১৫

**সমবেত** - অন্যান্য নিবেদন