**সমবেত**

আমার প্রাণের মানুষ

আমার       প্রাণের মানুষ আছে প্রাণে
              তাই হেরি তায় সকল খানে॥
আছে সে    নয়নতারায় আলোকধারায়,    তাই না হারায়--
ওগো         তাই দেখি তায় যেথায় সেথায়
              তাকাই আমি যে দিক-পানে॥
আমি          তার মুখের কথা শুনব ব'লে গেলাম কোথা,
              শোনা    হল না, হল না--
আজ         ফিরে এসে নিজের দেশে এই-যে শুনি
শুনি         তাহার বাণী আপন গানে॥
কে তোরা   খুঁজিস তারে  কাঙাল-বেশে  দ্বারে দ্বারে,
              দেখা    মেলে না মেলে না,--
ও তোরা    আয় রে ধেয়ে  দেখ্‌ রে চেয়ে  আমার বুকে --
ওরে         দেখ্‌ রে আমার দুই নয়ানে॥    

রাগ : বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1317

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1910

রচনাস্থান :

স্বরলিপিকার: 1910

**সমবেত** - অন্যান্য নিবেদন