রাগ: বাউল

তাল: দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ): 1317

রচনাকাল (খৃষ্টাব্দ): 1910

স্বরলিপিকার: অনাদিকুমার দস্তিদার

৫৪৯ (amar praner manush achhe prane)

আমার       প্রাণের মানুষ আছে প্রাণে

              তাই হেরি তায় সকল খানে॥

আছে সে    নয়নতারায় আলোকধারায়,    তাই না হারায়--

ওগো         তাই দেখি তায় যেথায় সেথায়

              তাকাই আমি যে দিক-পানে॥

আমি          তার মুখের কথা শুনব ব'লে গেলাম কোথা,

              শোনা    হল না, হল না--

আজ         ফিরে এসে নিজের দেশে এই-যে শুনি

শুনি         তাহার বাণী আপন গানে॥

কে তোরা   খুঁজিস তারে  কাঙাল-বেশে  দ্বারে দ্বারে,

              দেখা    মেলে না মেলে না,--

ও তোরা    আয় রে ধেয়ে  দেখ্‌ রে চেয়ে  আমার বুকে --

ওরে         দেখ্‌ রে আমার দুই নয়ানে॥    

  •  
  •  
  •  
  •  
  •  

Renditions

 

 

আপনিও যোগ করুন এই গানের একটি নতুন নিবেদন । পদ্ধতিটি খুবই সহজ । গানটি YouTube থেকে খুঁজে নিন । ভিডিওর URLটি নিচের টেক্সটবক্সে লিখুন বা কপি-পেস্ট করে দিন । Submit বোতামটি টিপে দিন । ব্যাস !

You can also recommend a rendition of this song. Process is simple. Please find the song rendition in YouTube. Copy the URL. Paste it at the textbox below. Press Submit.