ও ভাই, দেখে যা, কত ফুল তুলেছি
তুই আয় রে কাছে আয় ,
আমি তোরে সাজিয়ে দি–
তোর হাতে মৃণাল - বালা ,
তোর কানে চাঁপার দুল ,
তোর মাথায় বেলের সিঁথি ,
তোর খোঁপায় বকুল ফুল।।
ও ভাই, দেখে যা,
কত ফুল তুলেছি!
রাগ : বিলাতি ভাঙা
তাল : ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1289
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1882
রচনাস্থান :
স্বরলিপিকার: 1882