**সমবেত**

আমার সোনার বাংলা

     আমার   সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি।
চিরদিন   তোমার আকাশ, তোমার বাতাস, আমার প্রাণে বাজায় বাঁশি ॥
     ও মা,   ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে পাগল করে,
                             মরি হায়, হায় রে--
ও মা,  অঘ্রানে তোর ভরা ক্ষেতে   আমি   কী দেখেছি মধুর হাসি ॥
          কী শোভা, কী ছায়া গো,   কী স্নেহ, কী মায়া গো--
          কী আঁচল বিছায়েছ বটের মূলে,   নদীর কূলে কূলে।
     মা, তোর   মুখের বাণী আমার কানে লাগে সুধার মতো,
                             মরি হায়, হায় রে--
মা, তোর   বদনখানি মলিন হলে,   ও মা,   আমি নয়নজলে ভাসি ॥
          তোমার এই   খেলাঘরে   শিশুকাল   কাটিলে রে,
          তোমারি   ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি।
  তুই   দিন ফুরালে সন্ধ্যাকালে কী দীপ জ্বালিস ঘরে,
                             মরি হায়, হায় রে--
তখন   খেলাধুলা সকল ফেলে,   ও মা,   তোমার কোলে ছুটে আসি ॥
          ধেনু-চরা তোমার মাঠে,   পারে যাবার খেয়াঘাটে,
          সারা দিন    পাখি-ডাকা ছায়ায়-ঢাকা তোমার পল্লীবাটে,
     তোমার     ধানে-ভরা আঙিনাতে জীবনের দিন কাটে,
                             মরি হায়, হায় রে--
ও মা,  আমার যে ভাই তারা সবাই, ও মা, তোমার রাখাল তোমার চাষি ॥
          ও মা, তোর   চরণেতে   দিলেম এই   মাথা পেতে--
          দে গো তোর   পায়ের ধূলা, সে যে আমার মাথার মানিক হবে।
     ও মা,   গরিবের ধন যা আছে তাই দিব চরণতলে,
                                  মরি হায়, হায় রে--
আমি    পরের ঘরে কিনব না আর,   মা, তোর ভূষণ ব'লে গলার ফাঁসি ॥

রাগ : বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1312

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1905

রচনাস্থান :

স্বরলিপিকার: 1905

**সমবেত** - অন্যান্য নিবেদন