**সমবেত**

পথিক মেঘের দল

     পথিক মেঘের দল জোটে ওই শ্রাবণগগন-অঙ্গনে।
শোন্‌   শোন্‌ রে,   মন রে আমার,   উধাও হয়ে নিরুদ্দেশের সঙ্গ নে॥
     দিক্‌-হারানো দুঃসাহসে   সকল বাঁধন পড়ুক খসে,
     কিসের বাধা ঘরের কোণের শাসনসীমা-লঙ্ঘনে॥
          বেদনা তোর বিজুলশিখা জ্বলুক অন্তরে।
          সর্বনাশের করিস সাধন বজ্রমন্তরে।
     অজানাতে করবি গাহন, ঝড় সে পথের হবে বাহন--
     শেষ করে দিস আপনারে তুই প্রলয় রাতের ক্রন্দনে॥

রাগ : বাউল

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ২৫ আষাঢ়, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১০ জুলাই, ১৯২৩

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ১০ জুলাই, ১৯২৩

**সমবেত** - অন্যান্য নিবেদন