মঞ্জুর হামিদ কচি

সুর ভুলে যেই

      সুর ভুলে যেই ঘুরে বেড়াই কেবল কাজে
      বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে ॥
উধাও আকাশ উদার ধরা    সুনীল-শ্যামল-সুধায়-ভরা
      মিলায় দূরে, পরশ তাদের মেলে না যে--
      বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে ॥
      বিশ্ব যে সেই সুরের পথের হাওয়ায় হাওয়ায়
      চিত্ত আমার ব্যাকুল করে আসা-যাওয়ায়।
তোমায় বসাই এ-হেন ঠাঁই    ভুবনে মোর আর-কোথা নাই,
      মিলন হবার আসন হারাই আপন-মাঝে--
      বুকে বাজে তোমার চোখের ভর্ৎসনা যে ॥

রাগ : ভৈরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1325

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1918

রচনাস্থান :

স্বরলিপিকার: 1918

মঞ্জুর হামিদ কচি - অন্যান্য নিবেদন