কণিকা বন্দ্যোপাধ্যায়

যা হবার তা হবে

                   যা হবার তা হবে।
          যে আমারে কাঁদায় সে কি অমনি ছেড়ে রবে?।
পথ হতে যে ভুলিয়ে আনে     পথ যে কোথায় সেই তা জানে,
          ঘর যে ছাড়ায় হাত সে বাড়ায়-- সেই তো ঘরে লবে ॥

রাগ : খাম্বাজ

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1318

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1911

রচনাস্থান :

স্বরলিপিকার: 1911

কণিকা বন্দ্যোপাধ্যায় - অন্যান্য নিবেদন