কণিকা বন্দ্যোপাধ্যায়

আমার আঁধার ভালো

আমার    আঁধার ভালো, আলোর কাছে বিকিয়ে দেবে আপনাকে সে ॥
  আলোরে যে লোপ ক'রে খায় সেই কুয়াশা সর্বনেশে ॥
  অবুঝ শিশু মায়ের ঘরে   সহজ মনে বিহার করে,
  অভিমানী জ্ঞানী তোমার বাহির দ্বারে ঠেকে এসে ॥
তোমার  পথ আপনায় আপনি দেখায়, তাই বেয়ে, মা, চলব সোজা।
যারা      পথ দেখাবার ভিড় করে গো তারা কেবল বাড়ায় খোঁজা--
ওরা      ডাকে আমায় পূজার ছলে,   এসে দেখি দেউল-তলে--
  আপন মনের বিকারটারে সাজিয়ে রাখে ছদ্মবেশে ॥

রাগ : ভৈরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ভাদ্র, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1923

রচনাস্থান :

স্বরলিপিকার: 1923

কণিকা বন্দ্যোপাধ্যায় - অন্যান্য নিবেদন