জয়তী চক্রবর্তী

তোমার গীতি জাগালো

তোমার গীতি   জাগালো স্মৃতি   নয়ন ছলছলিয়া,
বাদলশেষে   করুণ হেসে   যেন চামেলি-কলিয়া ॥
     সজল ঘন মেঘের ছায়ে   মৃদু সুবাস দিল বিছায়ে,
     না-দেখা কোন্‌ পরশঘায়ে   পড়িছে টলটলিয়া ॥
তোমার বাণী-স্মরণখানি   আজি বাদলপবনে
নিশীথে বারিপতন-সম   ধ্বনিছে মম শ্রবণে।
     সে বাণী যেন গানেতে লেখা   দিতেছে আঁকি সুরের রেখা
     যে পথ দিয়ে তোমারি, প্রিয়ে,   চরণ গেল চলিয়া ॥

রাগ : মিয়াঁ মল্লার

তাল : তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৩ আষাঢ়, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৮ জুন, ১৯২৭

রচনাস্থান : কলকাতা

স্বরলিপিকার: ২৮ জুন, ১৯২৭

জয়তী চক্রবর্তী - অন্যান্য নিবেদন