Instrumental

হারে রে রে

হারে রে রে রে রে,  আমায়   ছেড়ে দে রে, দে রে--
যেমন ছাড়া বনের পাখি মনের আনন্দে রে॥
     ঘনশ্রাবণধারা   যেমন বাঁধনহারা,
বাদল-বাতাস যেমন ডাকাত আকাশ লুটে ফেরে॥
হারে রে রে রে রে,   আমায়   রাখবে ধ'রে কে রে--
দাবানলের নাচন যেমন সকল কানন ঘেরে,
     বজ্র যেমন বেগে   গর্জে ঝড়ের মেঘে,
          অট্টহাস্যে সকল বিঘ্ন-বাধার বক্ষ চেরে॥

রাগ : ইমন-ভূপালী

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : আষাঢ়, ১৩১৮

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1911

রচনাস্থান :

স্বরলিপিকার: 1911

Instrumental - অন্যান্য নিবেদন