Instrumental

প্রাণে খুশির তুফান উঠেছে

          প্রাণে খুশির তুফান উঠেছে।
          ভয়-ভাবনার বাধা টুটেছে ॥
দুঃখকে আজ কঠিন বলে   জড়িয়ে ধরতে বুকের তলে
          উধাও হয়ে হৃদয় ছুটেছে ॥
হেথায় কারো ঠাঁই হবে না    মনে ছিল এই ভাবনা,
          দুয়ার ভেঙে সবাই জুটেছে।
যতন করে আপনাকে যে     রেখেছিলেম ধুয়ে মেজে,
          আনন্দে সে ধুলায় লুটেছে ॥

রাগ : ভৈরবী-রামকেলী

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : ৯ ভাদ্র, ১৩২০

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২৫ অগাস্ট, ১৯১৩

রচনাস্থান : লন্ডন

স্বরলিপিকার: ২৫ অগাস্ট, ১৯১৩

Instrumental - অন্যান্য নিবেদন