অজয় বর্ধন

ভয় হতে তব

ভয় হতে তব অভয়মাঝে   নূতন জনম দাও হে ॥
দীনতা হতে অক্ষয় ধনে,   সংশয় হতে সত্যসদনে,
জড়তা হতে নবীন জীবনে   নূতন জনম দাও হে ॥
আমার ইচ্ছা হইতে, প্রভু,   তোমার ইচ্ছামাঝে--
আমার স্বার্থ হইতে, প্রভু,   তব মঙ্গলকাজে--
অনেক হইতে একের ডোরে,   সুখদুখ হতে শান্তিক্রোড়ে--
আমা হতে, নাথ, তোমাতে মোরে   নূতন জনম দাও হে ॥

রাগ : বেহাগ

তাল : চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1306

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1899

রচনাস্থান :

স্বরলিপিকার: 1899

অজয় বর্ধন - অন্যান্য নিবেদন