যোগী হে, কে তুমি হৃদি-আসনে
যোগী হে, কে তুমি হৃদি-আসনে !
বিভূতিভূষিত শুভ্র দেহ, নাচিছ দিক্-বসনে ।।
মহা-আনন্দে পুলক কায়, গঙ্গা উথলি উছলি যায়,
ভালে শিশুশশী হাসিয়া চায়—
জটাজূট ছায় গগনে ।।
রাগ : কেদারা
তাল : একতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1290
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1884
রচনাস্থান :
স্বরলিপিকার: 1884