এ পারে মুখর
এ পারে মুখর হল কেকা ওই, ও পারে নীরব কেন কুহু হায়।
এক কহে, 'আর-একটি একা কই, শুভযোগে কবে হব দুঁহু হায়।'
অধীর সমীর পুরবৈয়াঁ নিবিড় বিরহব্যথা বইয়া
নিশ্বাস ফেলে মুহু মুহু হায়॥
আষাঢ় সজলঘন আঁধারে ভাবে বসি দুরাশার ধেয়ানে--
'আমি কেন তিথিডোরে বাঁধা রে, ফাগুনেরে মোর পাশে কে আনে
ঋতুর দু ধারে থাকে দুজনে, মেলে না যে কাকলি ও কূজনে,
আকাশের প্রাণ করে হূহু হায়॥
রাগ : কাফি
তাল : ২ + ২ ছন্দ
রচনাকাল (বঙ্গাব্দ) : ১৭ বৈশাখ, ১৩৩৩
রচনাকাল (খৃষ্টাব্দ) : ৩০ এপ্রিল, ১৯২৬
রচনাস্থান : শান্তিনিকেতন
স্বরলিপিকার: ৩০ এপ্রিল, ১৯২৬