অজয় বর্ধন

সে কোন্ বনের

সে কোন্‌    বনের হরিণ ছিল আমার মনে।
                কে তারে      বাঁধল অকারণে॥
গতিরাগের সে ছিল গান,   আলোছায়ার সে ছিল প্রাণ,
              আকাশকে সে চমকে দিত বনে
মেঘলা দিনের আকুলতা বাজিয়ে যেত পায়ে
              তমাল ছায়ে-ছায়ে।
ফাল্গুনে সে পিয়ালতলায়    কে জানিত কোথায় পলায়
              দখিন-হাওয়ার চঞ্চলতার সনে॥

রাগ : পঞ্চম

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : বৈশাখ, ১৩২৫

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1918

রচনাস্থান :

স্বরলিপিকার: 1918

অজয় বর্ধন - অন্যান্য নিবেদন