সঞ্জয় গঙ্গোপাধ্যায়

আজি তোমায় আবার

আজি   তোমায় আবার চাই শুনাবারে
যে কথা শুনায়েছি বারে বারে॥
     আমার পরানে আজি   যে বাণী উঠিছে বাজি
              অবিরাম বর্ষণধারে॥
কারণ শুধায়ো না, অর্থ নাহি তার,
সুরের সঙ্কেত জাগে পুঞ্জিত বেদনার।
     স্বপ্নে যে বাণী মনে মনে   ধ্বনিয়া উঠে ক্ষণে ক্ষণে
          কানে কানে গুঞ্জরিব তাই
                   বাদলের অন্ধকারে॥

রাগ : বেহাগ

তাল : ২ + ২ ছন্দ

রচনাকাল (বঙ্গাব্দ) : 1346

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1939

রচনাস্থান :

স্বরলিপিকার: 1939

সঞ্জয় গঙ্গোপাধ্যায় - অন্যান্য নিবেদন