আজ কিছুতেই যায়
আজ কিছুতেই যায় না মনের ভার,
দিনের আকাশ মেঘে অন্ধকার-- হায় রে॥
মনে ছিল আসবে বুঝি, আমায় সে কি পায় নি খুঁজি--
না-বলা তার কথাখানি জাগায় হাহাকার॥
সজল হাওয়ায় বারে বারে
সারা আকাশ ডাকে তারে।
বাদল-দিনের দীর্ঘশ্বাসে জানায় আমায় ফিরবে না সে--
বুক ভরে সে নিয়ে গেল বিফল অভিসার॥
রাগ : পিলু-মূলতান
তাল : কাহারবা
রচনাকাল (বঙ্গাব্দ) : আষাঢ়, ১৩৩১
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1924
রচনাস্থান :
স্বরলিপিকার: 1924