সঞ্জয় গঙ্গোপাধ্যায়

তিমির-অবগুণ্ঠনে বদন তব

তিমির-অবগুণ্ঠনে বদন তব ঢাকি
কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে একাকী॥
     আজি সঘন শর্বরী, মেঘমগন তারা,
     নদীর জলে ঝর্ঝরি ঝরিছে জলধারা,
       তমালবন মর্মরি পবন চলে হাঁকি॥
যে কথা মম অন্তরে আনিছ তুমি টানি
জানি না কোন্‌ মন্তরে তাহারে দিব বাণী।
     রয়েছি বাঁধা বন্ধনে, ছিঁড়িব, যাব বাটে--
     যেন এ বৃথা ক্রন্দনে এ নিশি নাহি কাটে।
       কঠিন বাধা-লঙ্ঘনে দিব না আমি ফাঁকি॥

রাগ : হাম্বীর

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ১৩ ভাদ্র, ১৩২৮

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1921

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: 1921

সঞ্জয় গঙ্গোপাধ্যায় - অন্যান্য নিবেদন