সঞ্জয় গঙ্গোপাধ্যায়

তোমার নাম জানি

          তোমার   নাম জানি নে, সুর জানি।
          তুমি   শরৎ-প্রাতের আলোর বাণী॥
     সারা বেলা শিউলিবনে   আছি মগন আপন মনে,
কিসের ভুল রেখে গেলে   আমার   বুকে ব্যথার বাঁশিখানি॥
          আমি   যা বলিতে চাই হল বলা
              ওই   শিশিরে শিশিরে অশ্রু-গলা।
          আমি   যা দেখিতে চাই প্রাণের মাঝে
                             সেই মুরতি এই বিরাজে--
          ছায়াতে-আলোতে-আঁচল-গাঁথা
                   আমার   অকারণে বেদনার বীণাপাণি॥

রাগ : ভৈরবী

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1332

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1925

রচনাস্থান :

স্বরলিপিকার: 1925

সঞ্জয় গঙ্গোপাধ্যায় - অন্যান্য নিবেদন