বাজে করুণ সুরে
বাজে করুণ সুরে হায় দূরে
তব চরণতলচুম্বিত পন্থবীণা।
এ মম পান্থচিত চঞ্চল
জানি না কী উদ্দেশে॥
যূথীগন্ধ অশান্ত সমীরে
ধায় উতলা উচ্ছ্বাসে,
তেমনি চিত্ত উদাসী রে
নিদারুণ বিচ্ছেদের নিশীথে।
রাগ : সিংহেন্দ্র মধ্যম (দক্ষিণী)
তাল : মুক্তছন্দ
রচনাকাল (বঙ্গাব্দ) : 1337
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1931
রচনাস্থান :
স্বরলিপিকার: 1931