দেবব্রত বিশ্বাস

বঁধুয়া, অসময়ে কেন হে প্রকাশ

              বঁধুয়া,   অসময়ে কেন হে প্রকাশ।
              সকলই যে স্বপ্ন ব’লে হতেছে বিশ্বাস।।
              তুমি গগনেরই তারা   মর্তে এলে পথহারা–
              এলে ভুলে অশ্রুজলে আনন্দেরই হাস ।।

রাগ : ইমন

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1288

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1881

রচনাস্থান :

স্বরলিপিকার: 1881

দেবব্রত বিশ্বাস - অন্যান্য নিবেদন