বঁধুয়া, অসময়ে কেন হে প্রকাশ
বঁধুয়া, অসময়ে কেন হে প্রকাশ।
সকলই যে স্বপ্ন ব’লে হতেছে বিশ্বাস।।
তুমি গগনেরই তারা মর্তে এলে পথহারা–
এলে ভুলে অশ্রুজলে আনন্দেরই হাস ।।
রাগ : ইমন
তাল : ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1288
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1881
রচনাস্থান :
স্বরলিপিকার: 1881