নচিকেতা চক্রবর্তী

না সজনী, না, আমি জানি

না সজনী,না,আমি জানি জানি, সে আসিবে না।
এমনি কাঁদিয়ে পোহাইবে যামিনী,বাসনা তবু পূরিবে না।
জনমেও এ পোড়া ভালে কোনো আশা মিটিল না।।
যদি বা সে আসে,সখী,কী হবে আমার তায়।
সে তো মোরে, সজনী লো,ভালো কভু বাসে না— জানি লো।
ভালো ক’রে কবে না কথা,চেয়েও না দেখিবে— 
বড়ো আশা করে শেষে পূরিবে না কামনা।।

রাগ : মিশ্র আশাবরী

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1291

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1885

রচনাস্থান :

স্বরলিপিকার: 1885

নচিকেতা চক্রবর্তী - অন্যান্য নিবেদন