সত্যম দেবনাথ

একি এ সুন্দর

একি এ সুন্দর শোভা!   কী মুখ হেরি এ!
আজি মোর ঘরে আইল হৃদয়নাথ,
প্রেম-উৎস উথলিল আজি ॥
বলো হে প্রেমময় হৃদয়ের স্বামী,
কী ধন তোমারে দিব উপহার।
হৃদয় প্রাণ লহো লহো তুমি, কী বলিব--
যাহা-কিছু আছে মম সকলই লও হে নাথ ॥

রাগ : ইমন-ভূপালী

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1287

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1881

রচনাস্থান :

স্বরলিপিকার: 1881

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন