সত্যম দেবনাথ

সবে মিলি গাও রে

               সবে মিলি গাও রে, মিলি মঙ্গলাচরো।
                 ডাকি লহো হৃদয়ে প্রিয়তমে।। 
      মঙ্গল গাও আনন্দমনে।  মঙ্গল প্রচারো বিশ্বমাঝে।।

রাগ : হেমখেম

তাল : চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1293

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1886

রচনাস্থান :

স্বরলিপিকার: 1886

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন