সত্যম দেবনাথ

তব প্রেমসুধারসে মেতেছি

               তব প্রেম সুধারসে মেতেছি,
                          ডুবেছে মন ডুবেছে।। 
               কোথা কে আছে নাহি জানি–
    তোমার মাধুরীপানে মেতেছি, ডুবেছে মন ডুবেছে।।

রাগ : পরজ

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1292

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1885

রচনাস্থান :

স্বরলিপিকার: 1885

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন