সত্যম দেবনাথ

দাও হে হৃদয় ভরে দাও

                       দাও হে হৃদয় ভরে দাও।
                  তরঙ্গ উঠে উথলিয়া সুধাসাগরে,
                        সুধারসে মাতোয়ারা করে দাও।। 
         যেই সুধারসপানে ত্রিভুবন মাতে   তাহা মোরে দাও।।

রাগ : ভৈরবী

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1291

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1885

রচনাস্থান :

স্বরলিপিকার: 1885

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন