সত্যম দেবনাথ

ধীরে বন্ধু ধীরে ধীরে

ধীরে বন্ধু ধীরে ধীরে          
          চলো তোমার বিজন মন্দিরে।
জানি নে পথ, নাই যে আলো,
ভিতর বাহির কালোয় কালো,
তোমার       চরণশব্দ বরণ করেছি
        আজ এই অরণ্যগভীরে।
 
     ধীরে বন্ধু ধীরে ধীরে।
চলো অন্ধকারের তীরে তীরে।      
     চলব আমি নিশীথরাতে    
     তোমার হাওয়ার ইশারাতে,
তোমার       বসনগন্ধ বরণ করেছি
     আজ এই       বসন্তসমীরে॥

রাগ : পিলু

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1321

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1915

রচনাস্থান :

স্বরলিপিকার: 1915

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন