সত্যম দেবনাথ

ওই মরণের সাগরপারে

          ওই মরণের সাগরপারে চুপে চুপে
          এলে তুমি ভুবনমোহন স্বপনরূপে ॥
                   কান্না আমার সারা প্রহর তোমায় ডেকে
                   ঘুরেছিল চারি দিকের বাধায় ঠেকে,
                             বন্ধ ছিলেম এই জীবনের অন্ধকূপে--
                             আজ এসেছ ভুবনমোহন স্বপনরূপে ॥
                   আজ কী দেখি কালো চুলের আঁধার ঢালা,
তারি    স্তরে স্তরে সন্ধ্যাতারার মানিক জ্বালা।
          আকাশ আজি গানের ব্যথায় ভরে আছে,
          ঝিল্লিরবে কাঁপে তোমার পায়ের কাছে,
                   বন্দনা তোর পুষ্পবনের গন্ধধূপে--
                   আজ এসেছ ভুবনমোহন স্বপনরূপে ॥

রাগ : পিলু

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ভাদ্র, ১৩৩২

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1925

রচনাস্থান :

স্বরলিপিকার: 1925

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন