সত্যম দেবনাথ

বুঝি বেলা বহে

              বুঝি   বেলা বহে যায়,
              কাননে আয় তোরা আয়।
আলোতে ফুল উঠল ফুটে,   ছায়ায় ঝরে পড়ে যায়॥
সাধ ছিল রে পরিয়ে দেব   মনের মতন মালা গেঁথে--
কই সে হল মালা গাঁথা,   কই সে এল হায়।
          যমুনার ঢেউ যাচ্ছে বয়ে,   বেলা চলে যায়॥

রাগ : ভীমপলশ্রী-মূলতান

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1290

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1883

রচনাস্থান :

স্বরলিপিকার: 1883

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন