সত্যম দেবনাথ

নীরবে আছ কেন

নীরবে আছ কেন বাহিরদুয়ারে--
আঁধার লাগে চোখে, দেখি না তুহারে ॥
          সময় হল জানি, নিকটে লবে টানি,
                   আমার তরীখানি ভাসাবে জুয়ারে ॥
সফল হোক প্রাণ এ শুভলগনে,
সকল তারা তাই গাহুক গগনে।
          করো গো সচকিত আলোকে পুলকিত
                   স্বপননিমীলিত হৃদয়গুহারে ॥

রাগ : পিলু

তাল : তেওরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ৫ মাঘ, ১৩৩৪

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১৯ জানুয়ারি, ১৯২৮

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ১৯ জানুয়ারি, ১৯২৮

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন