সত্যম দেবনাথ

মা, একবার দাঁড়া গো হেরি

               মা, একবার দাঁড়া গো হেরি চদ্রানন।
             আঁধার ক’রে কোথায় যাবি শূন্যভবন ।।
             মধুর মুখ হাসি-হাসি   অমিয়া রাশি-রাশি, মা—
                ও হাসি কোথায় নিয়ে যাস রে।
              আমরা    কী নিয়ে জুড়াব জীবন।।

রাগ : ভৈরবী

তাল : মধ্যমান

রচনাকাল (বঙ্গাব্দ) : ফাল্গুন, ১২৯০

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1883

রচনাস্থান :

স্বরলিপিকার: 1883

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন