সত্যম দেবনাথ

মিলনরাতি পোহালো

মিলনরাতি পোহালো, বাতি নেভার বেলা এল--
     ফুলের পালা ফুরালে ডালা উজাড় করে ফেলো ॥
          স্মৃতির ছবি মিলাবে যবে     ব্যথার তাপ কিছু তো রবে,
              তা নিয়ে মনে বিজন খনে বিরহদীপ জ্বেলো ॥
ফাল্গুনের মাধবীলীলা কুঞ্জ ছিল ঘিরে,
          চৈত্রবনে বেদনা তারি মর্মরিয়া ফিরে।
              হয়েছে শেষ, তবুও বাকি    কিছু তো গান গিয়েছি রাখি--
                   সেটুকু নিয়ে গুন্‌গুনিয়ে সুরের খেলা খেলো ॥

রাগ : পরজ-ভৈরবী

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1337

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1931

রচনাস্থান :

স্বরলিপিকার: 1931

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন