সত্যম দেবনাথ

সখী, ওই বুঝি বাঁশি

সখী,    ওই বুঝি বাঁশি বাজে--      বনমাঝে কি মনোমাঝে॥
          বসন্তবায়  বহিছে কোথায়,
               কোথায় ফুটেছে ফুল,
          বলো গো সজনি,     এ সুখরজনী
     কোন্‌খানে উদিয়াছে--      বনমাঝে কি মনোমাঝে॥
     যাব কি যাব না   মিছে এ ভাবনা,
     সখী,   মিছে মরি লোকলাজে।
     কে জানে কোথা সে    বিরহহুতাশে
          ফিরে অভিসারসাজে--
               বনমাঝে কি মনোমাঝে

রাগ : পিলু

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1290

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1884

রচনাস্থান :

স্বরলিপিকার: 1884

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন