সত্যম দেবনাথ

ও অকূলের কূল

ও অকূলের কূল, ও অগতির গতি,
ও অনাথের নাথ, ও পতিতের পতি।
ও নয়নের আলো, ও রসনার মধু,
ও রতনের হার, ও পরানের বঁধু।
ও অপরূপ রূপ, ও মনোহর কথা,
ও চরমের সুখ, ও মরমের ব্যথা।
ও ভিখারির ধন, ও অবোলার বোল--
ও জনমের দোলা, ও মরণের কোল ॥

রাগ : ভৈরবী

তাল : একতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1318

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1911

রচনাস্থান :

স্বরলিপিকার: 1911

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন