সত্যম দেবনাথ

ঝরঝর বরিষে বারিধারা

ঝরঝর বরিষে বারিধারা।
হায় পথবাসী, হায় গতিহীন,   হায় গৃহহারা ॥
ফিরে বায়ু হাহাস্বরে,   ডাকে কারে জনহীন অসীম প্রান্তরে--
রজনী আঁধারে॥
অধীরা যমুনা তরঙ্গ-আকুলা অকূলা রে,   তিমিরদুকূলা রে।
নিবিড় নীরদ গগনে   গরগর গরজে সঘনে,
চঞ্চলচপলা চমকে--   নাহি শশীতারা ॥

রাগ : মেঘমল্লার

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : ৪ আশ্বিন, ১৩০২

রচনাকাল (খৃষ্টাব্দ) : ২০ সেপ্টেম্বর, ১৮৯৫

রচনাস্থান : শিলাইদহ

স্বরলিপিকার: ২০ সেপ্টেম্বর, ১৮৯৫

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন