সত্যম দেবনাথ

হে নিখিলভারধারণ

হে নিখিলভারধারণ বিশ্ববিধাতা,
হে বলদাতা মহাকালরথসারথি ॥
তব নামজপমালা গাঁথে রবি শশী তারা,
অনন্ত দেশ কাল জপে দিবারাতি ॥

রাগ : গৌড়

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1317

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1911

রচনাস্থান :

স্বরলিপিকার: 1911

সত্যম দেবনাথ - অন্যান্য নিবেদন