চোখ যে ওদের
চোখ যে ওদের ছুটে চলে গো --
ধনের বাটে, মানের বাটে, রূপের হাটে, দলে দলে গো॥
দেখবে ব'লে করেছে পণ, দেখবে কারে জানে না মন--
প্রেমের দেখা দেখে যখন চোখ ভেসে যায় চোখের জলে গো॥
আমায় তোরা ডাকিস না রে--
আমি যাব খেয়ার ঘাটে অরূপ-রসের পারাবারে।
উদাস হাওয়া লাগে পালে, পারের পানে যাবার কালে
চোখদুটোরে ডুবিয়ে যাব অকূল সুধা-সাগর তলে গো॥
রাগ : খাম্বাজ-বাউল
তাল : দাদরা
রচনাকাল (বঙ্গাব্দ) : মাঘ, ১৩২৬
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1920
রচনাস্থান :
স্বরলিপিকার: 1920