সায়ন্তনী গুপ্ত

আছ অন্তরে চিরদিন

আছ অন্তরে চিরদিন, তবু কেন কাঁদি।
তবু কেন হেরি না তোমার জ্যোতি,
কেন দিশাহারা অন্ধকারে?।
অকূলের কূল তুমি আমার,
তবু কেন ভেসে যাই মরণের পারাবারে?
আনন্দঘন বিভু, তুমি যার স্বামী
সে কেন ফিরে পথে দ্বারে দ্বারে।

রাগ : কাফি

তাল : চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1294

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1888

রচনাস্থান :

স্বরলিপিকার: 1888

সায়ন্তনী গুপ্ত - অন্যান্য নিবেদন