সুতপা সিনহা

পেয়েছি সন্ধান তব

পেয়েছি সন্ধান তব অন্তর্যামী, অন্তরে দেখেছি তোমারে॥
    চকিতে চপল আলোকে, হৃদয়শতদলমাঝে,
          হেরিনু একি অপরূপ রূপ॥
    কোথা ফিরিতেছিলাম পথে পথে দ্বারে দ্বারে
            মাতিয়া কলরবে--
     সহসা কোলাহলমাঝে শুনেছি তব আহ্বান,
              নিভৃতহৃদয়মাঝে
            মধুর গভীর শান্ত বাণী॥

রাগ : গৌড়সারং

তাল : চৌতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1293

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1887

রচনাস্থান :

স্বরলিপিকার: 1887

সুতপা সিনহা - অন্যান্য নিবেদন