মধুর রূপে বিরাজ
মধুর রূপে বিরাজ হে বিশ্বরাজ,
শোভন সভা নিরখি মন প্রাণ ভুলে ॥
নীরব নিশি সুন্দর, বিমল নীলাম্বর,
শুচিরুচির চন্দ্রকলা চরণমূলে ॥
রাগ : তিলক কামোদ
তাল : ঝাঁপতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : ভাদ্র, ১৩০৩
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1895
রচনাস্থান :
স্বরলিপিকার: 1895