ভাসিয়ে দে তরী তবে
ভাসিয়ে দে তরী তবে নীল সাগরোপরি।
বহিছে মৃদুল বায়, নাচিছে মৃদু লহরী।।
ডুবেছে রবির কায়া, আধো আলো আধো ছায়া—
আমরা দুজনে মিলি যাই চলো ধীরি ধীরি।।
একটি তারার দীপ যেন কনককের টিপ
দূর শৈলভুরুমাঝে রয়েছে উজল করি।
নাহি সাড়া,নাহি শব্দ, মন্ত্রে যেন সব স্তব্ধ—
শান্তির ছবিটি যেন কী সুন্দর আহা মরি।।
রাগ : দেশ-মল্লার
তাল : ত্রিতাল
রচনাকাল (বঙ্গাব্দ) : 1286
রচনাকাল (খৃষ্টাব্দ) : 1879
রচনাস্থান :
স্বরলিপিকার: 1879