পৌলমী গঙ্গোপাধ্যায়

ডেকেছেন প্রিয়তম

               ডেকেছেন প্রিয়তম, কে রহিবে ঘরে।
               ডাকিতে এসেছি তাই, চলো ত্বরা ক'রে।।
               তাপিতহৃদয় যারা   মুছিবি নয়নধারা,
               ঘুচিবে বিরহতাপ কত দিন পরে।। 
               আজি এ আকাশমাঝে   কী অমৃতবীণা বাজে,
               পুলকে জগত আজি কী মধু শোভায় সাজে ! 
               আজি এ মধুর ভবে  মধুর মিলন হবে–
               তাঁহার সে প্রেমমুখ জেগেছে অন্তরে।।

রাগ : সাহানা

তাল : ঝাঁপতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1291

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1885

রচনাস্থান :

স্বরলিপিকার: 1885

পৌলমী গঙ্গোপাধ্যায় - অন্যান্য নিবেদন