পৌলমী গঙ্গোপাধ্যায়

ভরা থাক্ স্মৃতিসুধায়

ভরা থাক্‌ স্মৃতিসুধায় বিদায়ের পাত্রখানি।
মিলনের উৎসবে তায় ফিরায়ে দিয়ো আনি॥
বিষাদের অশ্রুজলে   নীরবের মর্মতলে
গোপনে উঠুক ফলে   হৃদয়ের নূতন বাণী॥
যে পথে যেতে হবে   সে পথে তুমি একা--
নয়নে আঁধার রবে,  ধেয়ানে আলোকরেখা।
সারা দিন সঙ্গোপনে   সুধারস ঢালবে মনে
পরানের পদ্মবনে   বিরহের বীণাপাণি॥

রাগ : বেহাগ

তাল : দাদরা

রচনাকাল (বঙ্গাব্দ) : ৪ বৈশাখ, ১৩৩০

রচনাকাল (খৃষ্টাব্দ) : ১৭ এপ্রিল, ১৯২৩

রচনাস্থান : শান্তিনিকেতন

স্বরলিপিকার: ১৭ এপ্রিল, ১৯২৩

পৌলমী গঙ্গোপাধ্যায় - অন্যান্য নিবেদন