দর্পনারায়ণ চট্টোপাধ্যায়

পোহালো পোহালো বিভাবরী,

              পোহালো পোহালো বিভাবরী,
                   পূর্বতোরণে শুনি বাঁশরি॥
     নাচে তরঙ্গ, তরী অতি চঞ্চল,   কম্পিত অংশুককেতন-অঞ্চল,
          পল্লবে পল্লবে পাগল জাগল   আলসলালস পাসরি॥
উদয়-অচলতল সাজিল নন্দন,   গগনে গগনে বনে জাগিল বন্দন,
     কনককিরণঘন শোভন স্যন্দন-- নামিছে শারদসুন্দরী।
দশদিক-অঙ্গনে দিগঙ্গনাদল   ধ্বনির শূন্য ভরি শঙ্খ সুমঙ্গল--
     চলো রে চলো চলো তরুণযাত্রীদল   তুলি নব মালতীমঞ্জরী॥

রাগ : ভৈরব

তাল : কাহারবা

রচনাকাল (বঙ্গাব্দ) : 1321

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1915

রচনাস্থান :

স্বরলিপিকার: 1915

দর্পনারায়ণ চট্টোপাধ্যায় - অন্যান্য নিবেদন