অরূপ পাল

হায়, কী দশা হল আমার

             হা কী দশা হল আমার!
                 কোথা গো মা করুণাময়ী,অরণ্যে প্রাণ যায় গো!
                মুহূর্তের তরে মা গো,দেখা দাও আমারে,
                             জনমের মত বিদায়!

রাগ : ভৈরবী

তাল : ত্রিতাল

রচনাকাল (বঙ্গাব্দ) : 1287

রচনাকাল (খৃষ্টাব্দ) : 1881

রচনাস্থান :

স্বরলিপিকার: 1881

অরূপ পাল - অন্যান্য নিবেদন