হাটের ধুলা সয় না যে আর, কাতর করে প্রাণ। তোমার সুরসুরধুনীর ধারায় করাও আমায় ম্লান॥ জাগাক তারি মৃদঙ্গরোল, রক্তে তুলুক তরঙ্গদোল, অঙ্গ হতে ফেলুক ধুয়ে সকল অসম্মান-- সব কোলাহল দিক্ ডুবায়ে তাহার কলতান॥ সুন্দর হে, তোমার ফুলে গেঁথেছিলেম মালা-- সেই কথা আজ মনে করাও, ভুলাও সকল জ্বালা। তোমার গানের পদ্মবনে আবার ডাকো নিমন্ত্রণে-- তারি গোপন সুধাকণা আবার করাও পান, তারি রেণুর তিলকলেখা আমায় করো দান॥
যিনি সকল কাজের কাজী মোরা তাঁরি কাজের সঙ্গী। যাঁর নানা রঙের রঙ্গ মোরা তাঁরি রসের রঙ্গী ॥ তাঁর বিপুল ছন্দে ছন্দে মোরা যাই চলে আনন্দে, তিনি যেমনি বাজান ভেরী মোদের তেমনি নাচের ভঙ্গি ॥ এই জন্ম-মরণ-খেলায় মোরা মিলি তাঁরি মেলায়, এই দুঃখসুখের জীবন মোদের তাঁরি খেলার অঙ্গী। ওরে ডাকেন তিনি যবে তাঁর জলদ-মন্দ্র রবে ছুটি পথের কাঁটা পায়ে দ'লে সাগর গিরি লঙ্ঘি ॥