আমার একটি কথা বাঁশি জানে, বাঁশিই জানে॥ ভরে রইল বুকের তলা, কারো কাছে হয় নি বলা, কেবল বলে গেলেম বাঁশির কানে কানে॥ আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে, চেয়ে ছিলেম চেয়ে থাকা তারার সাথে। এমনি গেল সারা রাতি, পাই নি আমার জায়গা সাথি-- বাঁশিটিরে জাগিয়ে গেলেম গানে গানে॥
রাজভবনের সমাদর সম্মান ছেড়ে এল আমাদের সখী। দেরি কোরো না, দেরি কোরো না-- কেমনে যাবি অজানা পথে অন্ধকারে দিক নিরখি। অচেনা প্রেমের চমক লেগে প্রণয়রাতে সে উঠেছে জেগে-- ধ্রুবতারাকে পিছনে রেখে ধূমকেতুকে চলেছে লখি। কাল সকালে পুরোনো পথে আর কখনো ফিরিবে ও কি। দেরি কোরো না, দেরি কোরো না, দেরি কোরো না।