মনে কী দ্বিধা রেখে গেলে চলে সে দিন ভরা সাঁঝে, যেতে যেতে দুয়ার হতে কী ভেবে ফিরালে মুখখানি-- কী কথা ছিল যে মনে॥ তুমি সে কি হেসে গেলে আঁখিকোণে-- আমি বসে বসে ভাবি নিয়ে কম্পিত হৃদয়খানি, তুমি আছ দূর ভুবনে॥ আকাশে উড়িছে বকপাঁতি, বেদনা আমার তারি সাথি। বারেক তোমায় শুধাবারে চাই বিদায়কালে কী বল নাই, সে কি রয়ে গেল গো সিক্ত যূথীর গন্ধবেদনে॥
ওরে, তোরা নেই বা কথা বললি, দাঁড়িয়ে হাটের মধ্যিখানে নেই জাগালি পল্লী ॥ মরিস মিথ্যে ব'কে ঝ'কে, দেখে কেবল হাসে লোকে, নাহয় নিয়ে আপন মনের আগুন মনে মনেই জ্বললি ॥ অন্তরে তোর আছে কী যে নেই রটালি নিজে নিজে, নাহয় বাদ্যগুলো বন্ধ রেখে চুপেচাপেই চললি ॥ কাজ থাকে তো কর্ গে না কাজ, লাজ থাকে তো ঘুচা গে লাজ, ওরে, কে যে তোরে কী বলেছে নেই বা তাতে টললি ॥
ভালোবাসিলে যদি সে ভালো না বাসে কেন সে দেখা দিল । মধু অধরের মধুর হাসি প্রাণে কেন বরষিল । দাঁড়িয়ে ছিলেম পথের ধারে, সহসা দেখিলেম তারে— নয়ন দুটি তুলে কেন মুখের পানে চেয়ে গেল ।।